শত বছরের কালপরিক্রমায় পোনাবালিয়া ইউনিয়নস্থিত হাজরাগাতী গ্রামে শিববাড়ি মন্দির রয়েছে। এইমন্দিরে প্রতি বছর ফাল্গুনী চতুদর্শীতে মহাসমারোহেতিনদিনব্যাপীমেলার ও বিভিন্ন পুজার অনুষ্ঠান হয়ে থাকে। এ মেলায় ও পুজানুষ্ঠানের মধ্যে রয়েছে প্রথম দিন অধিবাস ও সমবেত উপাসনা।দ্বিতীয় দিন উষা লগ্নে মঙ্গলআরতি, প্রভাতীশিবসঙ্গীত, শিবপূজা, বিষ্ণুপূজা, গুরুপূজা, সপ্তসতীচণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলিওদুপুরেমহাপ্রসাদবিতরণ।এছাড়া এই মেলায় হিন্দু মুসলমান সকলই অংশ নেয়।বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র উঠে।বিশেষ করে মিষ্টির,জিলাপী আরও অনেক কিছুর দোকান দিয়ে বসে এলাকাবাসী ও নানান জায়গা থেকে আগত ব্যবসায়ীরা।
মেলারমধ্যেই বিকালে ধর্মসভা ও বিশ্বশান্তিকল্প্পেসমবেতপ্রার্থনা এবংরাতেস্মৃতিমন্দিরেমহাশক্তিরপূজাওসমবেতপ্রার্থনা।এউপলক্ষেবাংলাদেশের যেকোনজেলাসহ এবংভারতহতেবহুপুন্যার্থীরশুভাগমনঘটে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস