Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


উপজেলার পটভুমি

ঝালকাঠীর ভৌগলিক অবস্থান ঝালকাঠীকে প্রাধান্য দিয়াছে। একদিকে বরিশাল থেকে খুলনা জেলার পথিমধ্যে, আবার অন্যদিকে বরিশাল ও পটুয়াখালী জেলার সীমারেখার প্রামেত্ম এ ঝালকাঠী অবস্থিত। যুগ যুগ ধরে ঝালকাঠী একটি নদী বন্দর হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। সামুদ্রিক বন্দর ,চট্টলা ও চালনার মাঝামাঝি স্থানে এর অবস্থান। প্রাচীন সুগন্ধা নদীর তীরবর্তী এলাকায় মহারাজগঞ্জ বা ঝালকাঠীর অবস্থান। এলাকাটি দ্বীপমালা। দ্বীপগুলো এখনও সব তলিয়ে যায়নি। পূর্বকালে ঐসব দ্বীপগুলো জঙ্গলাকীর্ণ ছিল। বসবাস করত সর্প,ব্যাঘ্র,কুমির। পরবর্তীতে ছিল জলদস্যুদের আসত্মানা। এলাকাটি নদীবহুল। ওইসব পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে এখানকার অধিবাসীরা হয়ে উঠেছে অদম্য সাহসী। ওই সঙ্গে নদী ও খালগুলোর প্রমত্ততার সঙ্গে মিলেমিশে গেছে এখানকার জাতীয় চরিত্র, ব্যবহার ও রম্নচি।