Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
ঝালকাঠী সদর, ঝালকাঠী।

 

ঝালকাঠী সদর উপজেলার জুন/২০১৩ মাসের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভার কার্যবিবরণী।

 

সভাপতি             ঃ   মো: আতাহার মিয়া, উপজেলা নির্বাহী অফিসার ঝালকাঠী সদর, ঝালকাঠী।

সভার স্থান           ঃ উপজেলা পরিষদ সভা কক্ষ ।

তারিখ              ঃ  ৩০/০৬/২০১৩ খ্রিঃ ।

সময়                  ঃ সকাল ১০-৩০ ঘটিকা।

                            

            সভায় উপস্থিত সদস্যবৃন্দের তালিকা পরিশিষ্ট ‘‘ক’’।

           

           সভাপতি উপস্থিত উপজেলা চেয়ারম্যান ও উপদেষ্টা মহোদয়কে অভিনন্দন এবং সকল সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরম্ন করেণ ।

           

          বিগত সভার মমত্মব্য পাঠ ও সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

 

ক্রমঃ নং

বিষয়

আলোচনা

সিদ্ধামত্ম

বাসত্মবায়নে

০১।

আইন-শৃঙ্খলা সংক্রামত্ম

সভাপতি বিগত মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সমেত্মাষ প্রকাশ করেণ। অতঃপর সভাপতি অফিসার-ইন-চার্জ, ঝালকাঠি থানার নিকট আলোচ্য মাস, পূর্ববর্তী মাসের এবং গত বছরের একই সময়ের  মামলা/অপরাধ সম্পর্কে সঠিক পরিস্থিতি জানতে চান। মে/১৩ মাসে ১টি ধর্ষণ, ১টি অপহরণ, ২টি নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য ১৪টিসহ মোট ১৮টি মামলা রম্নজু হয়েছে এপ্রিল/১৩ মাসে ১টি ধর্ষণ, ১টি অপহরণ, ২টি নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য ১৮টিসহ মোট ২২টি মামলা রম্নজু হয়েছে । গত মাসের তুলনায় আলোচ্য মাসে ৪টি মামলা কম রম্নজু হয়েছে। এ ব্যাপারে অফিসার-ইন-চার্জ জানান যে, গুরম্নতর অপরাধের মামলা সমূহ গুরম্নত্ব সহকারে তদমত্ম এবং আসামী ধৃত করার প্রচেষ্টা অব্যাহত আছে। মামলাগুলি দ্রম্নত নিষ্পত্তি করছি। সভাপতি বলেন জঘন্য অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা রÿাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। প্রতিটি ইউনিয়নের অপরাধ প্রবণ এলাকায় নিয়মিত সভা করতে হবে।

১। অপরাধ প্রবণ এলাকায় নিয়মিত এন্টি ক্রাইম সভা করতে হবে।

২। ইউনিয়ন পর্যায়ে নিয়মিত আইন-শৃঙ্খলা কমিটির সভা করতে হবে।

৩। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চলমান উন্নতির ধারা অব্যাহত রাখতে হবে।

১। অফিসার-ইন-চার্জ ঝালকাঠী থানা।

২।সকল ইউপি চেয়ারম্যান।

০২।

জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ সংক্রামত্ম

সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধ ও প্রতিকার করার জন্য সকল ইউনিয়নের ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড কমিটিকে নিয়মিত সভা করার জন্য অনুরোধ করেন। জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ তৎপর আছে।

জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধ ও প্রতিকার করার জন্য পুলিশের নজরদারী বৃদ্ধি করে অপরাধীদের বিরম্নদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে হবে। সকল ইউনিয়নের ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড কমিটিকে নিয়মিত সভা করার সিদ্ধামত্ম গ্রহন করা হয়।

১। অফিসার-ইন-চার্জ ঝালকাঠী থানা।

২। সকল ইউপি চেয়ারম্যান।

                                    

-২-

ক্রং নং

বিষয়

আলোচনা

সিদ্ধামত্ম

বাসত্মবায়নে

০৩।

ইভটিজিং/যৌন হয়রানি সংক্রামত্ম

ইভটিজিং/যৌন হয়রানি সম্পর্কে সভায় আলোচনা হয়। অফিসার-ইন-চাজং (তদমত্ম), ঝালকাঠি থানা বলেন যে, ইভটিজিং প্রতিরোধে পুলিশ বিভাগ নিয়মিত কাজ করছে। শিÿা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরম্নত্বপূর্ন স্থানে টহল কার্যক্রম অব্যাহত আছে। সভাপতি বলেন ইভটিজিং প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনার কার্যক্রম অব্যাহত আছে।

১।মহিলা ও ছাত্রীদের উপদ্রব বন্ধেঅভিযান পরিচালনা অব্যহত রাখতে  হবে                    

১।উপজেলা নির্বাহী  অফিসার,ঝালকাঠী  সদর, ঝালকাঠী।

২।অফিসার-ইন-চার্জ , ঝালকাঠী থানা

০৪।

মোবাইল কোর্ট পরিচালনা সংক্রামত্ম

মোবাইল কোর্ট পরিচালনা সংক্রামত্ম মাসিক বিবরণী পর্যলোচনায় দেখা যায় মে/১৩ মাসে ঝালকাঠি সদর উপজেলায় মোট ৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে । মোবাইল কোর্ট পরিচালনা কালে  ১৩টি  মামলা হয়েছে,   ১জনকে ৬ মাস জেল এবং অন্য মামলাগুলিতে ৫২,০০০/- টাকা হয়েছে। অফিসার -ইন -চার্জ, ঝালকাঠি থানা বলেন যে, ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য পুলিশ  বিভাগের  সহায়তা  দেয়া  হবে । সভাপতি বলেন যে, সরকার নির্ধারিত প্রমাপ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । নকল ঔষধ, ভেজাল খাদ্য, ফরমালিনযুক্ত মাছ ও ফল ইত্যাদি বিক্রি বন্ধে জোরালোভাবে অভিযান পরিচালনা করা হয়।

১। সরকার নির্ধারিত প্রমাপ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা  করতে হবে ।

২। নকল ঔষধ, ভেজাল খাদ্য ফরমালিন যুক্ত মাছ ও ফল ইত্যাদি বিক্রি বন্ধে জোরালো ভাবে অভিযান পরিচালনা করতে হবে।

১।উপজেলা নির্বাাহী  অফিসার ,ঝালকাঠী  সদর, ঝালকাঠী।

২।অফিসার  - ইন-চার্জ, ঝালকাঠী থানা

০৫

বিবিধ

৮। চেয়ারম্যন, নথুলস্নাবাদ ইউপি জানান তার ইউনিয়নের আইন-শৃংখলা পরিস্থিতি ভাল। তার ইউনিয়নের পুলিশের টহল ব্যবস্থা বাড়াতে হবে।

৯। চেয়ারম্যন, বিনয়কাঠী ইউপি এর প্রতিনিধি জানান আইন শৃংখলা পরিস্থিতি ভাল।

১০।চেয়ারম্যন, গাভারামচন্দ্রপুর  ইউপি জানান আইন- শৃংখলা পরিস্থিতি ভাল। বালিঘোনা জোড়া পুলের কাছে চুরি হয়েছে। রমজানকাঠী সুমনসহ আরও ২/৩ জন লোক এই কাজ করে। পুলিশী টহলের ব্যবস্থা করতে হবে।

 

১১। অত্র সভার সদস্য জনাব রমনী কর্মকার জানান আইন -শৃংখলা পরিস্থিতি ভাল।

১২। অত্র সভার সদস্য জনাব শহিদুল ইসলাম জানান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল। তিনি আরও জানান হরতালে যে সকল লোক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় তাদের গ্রেফতার করলে কোর্ট থেকে ছেড়ে দেয়।

১৩। অফিসার-ইন-চার্জ, ঝালকাঠি থানা জানান সার্বিক দিক দিয়ে ঝালকাঠী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল। আমরা সব সময় সতর্ক থাকি। বিভিন্ন এলাকায় টহল দল পাঠাই। আইন- শৃঙ্খলা স্বাভাবিক রাখার চেষ্টা করি। একদল লোক আছে মহিলা নিয়ে অভিনব কায়দায় চুরি করে।মোটর সাইকেল বাহিরে রাখবেন না।মোবাইলে তথ্য দিবেন। আসামীদের কোর্টে পাঠালে সাÿীর অভাবে কোর্ট থেকে ছাড়া্ পায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                                         -৩-

 

ক্রং নং

বিষয়

আলোচনা

সিদ্ধামত্ম

বাসত্মবায়নে

 

 

 

১৪।উপজেলা চেয়ারম্যান ও উপদেষ্টা মহোদয় জানান ৪৮৬টি উপজেলার মধ্যে ঝালকাঠির আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল। তিনি আরও জানান জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার মহোদয় তৎপর আছে তাই ঝালকাঠির আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল। অফিসার-ইন-চার্জ, ঝালকাঠী থানাকে জানান নিরাপরাধ লোক হয়রানী না হয়।

 

১৫। সভাপতি জানান আইন-শৃংখলা পরিস্থিতি ভাল।  নিয়মিত ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে সভা করার জন্য অনুরোধ করা হয়।  সন্ত্রাসীদের বিষয়ে তৎপর আছি। ঝালকাঠী সদর উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সে জন্য আইন-শৃখলা রÿাকারী বাহিনীকে ব্যবস্থা গ্রহন করতে হবে। অতিরিক্ত মাল বোঝাই ট্রাক আটক করে ওসি সাহেব ব্যবস্থা নিবেন।

 

 

 

 

অতঃপর সভায় অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

 

                  মো: আতাহার মিয়া

                                                                                                    উপজেলা নির্বাহী অফিসার

                                                                                                  ঝালকাঠী সদর, ঝালকাঠী।

 

 

স্মারক নং-০৫.১০.৪২০০.৪০০.০১.০০১.১৩-৫৮৬ (৩৫)                                         তারিখঃ ১৫ /০৭/২০১৩ খ্রিঃ

 

সদয় জ্ঞাতার্থে/কার্যার্থেঃ

০১। জেলা প্রশাসক, ঝালকাঠী।

০২। উপজেলা চেয়ারম্যান, ঝালকাঠী সদর।

০৩-০৪। উপজেলা ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, ঝালকাঠী সদর।

০৫। অফিসার-ইন-চার্জ, ঝালকাঠী থানা, ঝালকাঠী।

০৬। চেয়ারম্যান,............................................ইউনিয়ন পরিষদ (সকল)।

০৭। উপজেলা............................................কর্মকর্তা, ঝালকাঠী সদর।

০৮। অধ্যÿ/প্রধান শিÿক, ......................................................কলেজ/বিদ্যালয় মাদ্রাসা।

৯। জনাব......................................................................।

উপজেলা নির্বাহী অফিসার

                                                                                                           ঝালকাঠী সদর, ঝালকাঠী।