ঝালকাঠী উপজেলার উত্তরে উজিরপুর উপজেলা দক্ষিনে নলছিটি উপজেলা পশ্চিমে রাজাপুর উপজেলা ও কাঠালিয়া উপজেলা এবং আরও পশ্চিমে পিরোজপুর উপজেলা এবং পূর্বে বরিশাল সদর উপজেলা অবস্থিত।
ঝালকাঠী সদর উপজেলা ১০টি ইউনিয়ন নিয়ে সুগন্ধা নদীর তীরে অবস্থিত। লোক মুখে শোনা যায় ঝালকাঠী একসময় দ্বিতীয় কলিকাতা নামে পরিচিত ছিল। আরও শোনা যায় এখানকার লোকেরা একসময় মাছ ধরে বেশী জীবিকা নির্বাহ করত। তাই সেই জেলেদের জালের কাঠির নামানুসারে অত্র উপজেলার নামকরন করা হয় ঝালকাঠী সদর। ঝালকাঠীর পূর্বনাম ছিল মহারাজগঞ্জ। তবে এই মহারাজগঞ্জের অবস্থান ঝালকাঠী সদরের মধ্যে হলেও ঝালকাঠীর নামকরা খেয়াঘাট অতুল মাঝির খেয়ার ওপারে ০৭নং ওয়ার্ডে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস